Tue, Sep 12 2017 - 11:24:09 AM +06

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে


News Image

হলি টাইমস রিপোর্ট :

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার এই পূর্বাভাস মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসতে পারে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৪ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৬ মিনিটে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: আবহাওয়া অধিদফতর।