Thu, Nov 2 2017 - 6:47:23 PM +06

‘সার্চ ইংলিশ’ গ্রুপ নিয়ে ফেসবুকের তথ্যচিত্র


News Image

হলি টাইমস রিপোর্ট :

ফেসবুকে বাংলাদেশভিত্তিক ইংরেজি শেখার গ্রুপ সার্চ ইংলিশকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে ফেসবুক। সার্চ ইংলিশ গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সার্চ ইংলিশ গ্রুপটির ভাষ্য, প্রথমবাররে মতো বাংলাদেশের কোনো গ্রুপকে নিয়ে এ রকম তথ্যচিত্র নির্মাণ করল ফেসবুক। গত ২৫ অক্টোবর ফেসবুক বিজনেস পেজে সার্চ ইংলিশের ওপর নির্মিত তথ্যচিত্রটি প্রকাশ করা হয়। তথ্যচিত্রে সার্চ ইংলিশের বিভিন্ন সদস্য ইংরেজি ভাষা শেখার বিষয়টি তুলে ধরনে। সার্চ ইংলিশের মাধ্যমে ইংরেজি চর্চার বিষয়টি ফেসবুকের নজরে পড়ে। গত আগস্ট মাসে ফেসবুক সিঙ্গাপুর কার্যালয় থেকে চারজনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসে সার্চ ইংলিশ গ্রুপের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ ও গ্রুপের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে। ২০১৬ সালরে জুন মাসে ‘সার্চ ইংলিশ’ ফেসবুক গ্রুপটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই গ্রুপে চার লাখের বেশি সদস্য রয়েছে। সবার জন্য উন্মুক্ত এই গ্রুপে যে কেউ যোগ দিতে পারেন।