Sat, Nov 4 2017 - 3:52:53 PM +06

ড্যাফোডিলের গ্রিন শেড ব্যবসা শুরু


News Image

হলি টাইমস রিপোর্ট :

বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের (বিভিসিএল) অর্থায়নে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থীদের প্রথম ছাদবাগান-নির্ভর ব্যবসা প্রকল্প গ্রিন শেড। গতকাল বুধবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা ও কেক কেটে গ্রিন শেডের শুভযাত্রা ঘোষণা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান। এছাড়া গ্রিন শেডের তিন নির্বাহী ইকবাল হোসেন শিমুল, মাইদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহদীর হাতে ব্যবসা শুরুর প্রাথমিক পুঁজি হিসেবে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন বিভিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. গোলাম মনোয়ার কামাল। অনুষ্ঠানে বিভিসিএল ও গ্রিন শেডের মধ্যে একটি চুক্তিপত্রও স্বাক্ষরিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, এইচআরডিআই এর ডিন অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার, বিভিসিএল এর সমন্বয়ক মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী বক্তৃতায় মোঃ সবুর খান বলেন, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের লক্ষ্য শুধু শিক্ষার্থীদেরকে স্নাতক ডিগ্রি প্রদান করা নয়, বরং তাদেরকে সফল উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলা। সেই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রথমবারের মতো এ বিভাগের শিক্ষার্থীরা একটি ব্যবসায় প্রকল্প শুরু করল যার নাম গ্রিন শেড। এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোক্তারা এক সময় হাজার হাজার তরুণকে চাকরি প্রদান করবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোঃ সবুর খান আরও বলেন, যে কোনো ব্যবসার শুরুতে অনেক বাধা বিপত্তি আসে। এসব বাধা বিপত্তি উপেক্ষা করে কঠোর পরিশ্রম অধ্যবসায় আর সততার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। তাহলেই উদ্যোক্তা হিসেবে কাংখিত  সফলতা আসবে।

বিভিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. গোলাম মনোয়ার কামাল বলেন, ব্যবসা শুরুর প্রাথমিক পর্যায়ে অনেক উদ্যোক্তার হাতে পর্যাপ্ত পুঁজি থাকে না। তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা এবং উদ্যোগকে ব্যবসায়িকভাবে দাঁড় করানো পর্যন্ত বিভিন্নভাবে দেখভাল করে ভ্যাঞ্চার ক্যাপিটাল।গ্রিন শেডড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের শিক্ষার্থীদের একটি উদ্যোগ এবং এ উদ্যোগকে সফল করতে সব ধরনের সহায়তা করবে বিভিসিএল। এসময় তিনি বলেন, ভবিষ্যতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও নতুন নতুন উদ্যোগ ও চমৎকার আইডিয়া নিয়ে বিভিসিএল এর কাছে আসবে বলে তিনি বিশ্বাস করেন।

গ্রিন শেডের তিনজন নির্বাহী ইকবাল হোসেন শিমুল, মাইদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহদী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, গ্রিন শেড একটি ছাদবাগান প্রকল্প। বাংলাদেশের নগরগুলোকে পরিবশ বান্ধব সবুজ নগরে পরিণত করতে কাজ করে যেতে চায় গ্রিন শেড। শহরের ভবনগুলোর ছাদে সবুজ বাগান তৈরি করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে গ্রিন শেড। তারা আরও জানান, গ্রিন শেড ছাদের ওপর বাগান তৈরির পাশাপাশি বাগান সংক্রান্ত বিভিন্ন উপকরণের ব্যবসাও চালু করতে আগ্রহী।

ভার্সন :

‘Green Shade’- the first ever business initiative based on roof top gardening of the students of Entrepreneurship Department of Daffodil International University (DIU) has started its journey officially financed by Bangladesh Venture Capital Ltd. The launching ceremony of Green Shade was held through cutting ribbon and cake on 01 November 2017 at Banquet Hall of the university. Md. Sabur Khan, Chairman, Board of Trustees, DIU inaugurated the ceremony as the chief guest. In the program Golam Monowar Kamal, Managing Director, Bangladesh Venture Capital Ltd. (BVCL) handed over a check of Tk. 5 Lac to the three initiators of Green Shade. Iqbal Hossain Shemul, Maidul Islam and Abdullah Al Mahadi all three are the students of Entrepreneurship department of DIU   initiated thIS business project. A MOU was also signed at the program. Prefessor Dr. Farid A Sobhani, Dean, HRDI, Syed Mizanur Rahman, Director (Students Affairs), Mohammad Shibli Shahriar, Associate Professor and Head, Department of Entrepreneurship and Md. Rashedul Islam, Coordinator, BVCL were also present at the program.

While addressing Md. Sabur Khan said that the objective of the department of Entrepreneurship is not only provide a graduation certificate to a student, but also made him a successful entrepreneur. Green Shade is an example of this endeavor, he added. He hoped that the students of this department will provide employment and create jobs for thousands of people.  

Mr. Golam Monowar Kamal said, some of entrepreneurs fail to start their business for lack of financial support, but BVCL will always stand behind the entrepreneurs of Entrepreneurship department of Daffodil International University with economic investment. Financing in Green Shade is opening initiative for the students of Entrepreneurship Department of Daffodil International University and  BVCL  will always continue this support in coming days.