Mon, Nov 13 2017 - 2:16:27 PM +06

চিতলমারীতে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা


News Image

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
আজ বেলা এগারটায় চিতলমারী বাজারে অপরিষ্কার পরিবেশে মিষ্টি তৈরী ও বিক্রি এবং জ্বালানী অধিদপ্তরের লাইসেন্স বিহীন গ্যাস ও পেট্রল বাজারজাত করার অভিযোগে বাগেরহাট জেলা বাজার কর্মকর্তা সুজত হোসেন খান দুই প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে।
বাজারের মেইন রোডে অবস্থিত সত্য মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরির কারখানা ও দোকানে অস্বাস্থ্যকর পরিবেশের অপরাধে  ১০ হাজার টাকা জরিমানা করেছে বাগেরহাট জেলা বাজার কর্মকতা। অপরদিকে পুরাতন বাস ষ্ট্যান্ডে অবস্থিত নদী এন্টাপ্রাইজকে বিনা লাইসেন্সে গ্যাস ও পেট্রল বিক্রির অপরাধে প্রাথমিকভাবে ২হাজার টাকা জরিমানা করেছে।
মোবাইলকোর্ট পরিচালনার সময় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুল ইসলাম লিটন মুন্সি উপস্থিত ছিলেন। তাকে বাজারের সকল দোকানদারকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবসা করা থেকে বিরত থাকার ব্যপারে সতর্ক করে দিতে ব্যবসায়ীদের নিয়ে সভা করার অনুরোধ করেছেন উক্ত কর্মকর্তা।