Tue, Nov 14 2017 - 2:27:30 PM +06

বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ইউনেস্কোকে অভিনন্দন


News Image

হলি টাইমস রিপোর্ট :

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় ইউনেস্কো ও এর সব সদস্যকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে জয় বাংলা মঞ্চ, জাতীয় গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ মানবাধিকার আন্দোলন নামে কয়েকটি সংগঠন।মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ অভিনন্দন জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সে ভাষণ আজ বিশ্ব স্বীকৃতি পেয়েছে। এ কারণে ইউনেস্কোর সব সদস্যকে অভিনন্দন জানাই। ইউনেস্কোর এ স্বীকৃতির ফলে বিশ্ব এখন বঙ্গবন্ধু ও আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে আরও তথ্য জানতে পারবে বলে মন্তব্য করেন তারা।

জয় বাংলা মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ মানবাধিকার আন্দোলনের খাজা মহিব উল্লাহ শান্তিপুরী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী প্রমুখ।