Thu, Dec 7 2017 - 11:47:44 AM +06

বিশ্বের প্রথম নাগরিক-রোবট সোফিয়ার এখন বাংলাদেশে


News Image

সাগরিকা মন্ডল :

শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তির প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর উদ্বোধন করেন । বরাবরের মতো বিভিন্ন কর্মসূচির পাশাপাশি এবারের আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল ডিজিটাল ওয়াল্ডের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশ্বের প্রথম নাগরিক-রোবট সোফিয়ার উপস্থিতি।  সোফিয়াকে রাখা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিন বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্তএই নারী রোবট পরবর্তীতে ‘টেক-টক উইথ সোফিয়া’ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নেয়।

সেমিনারের শুরুতে সোফিয়ার কারিগরি দিক নিয়ে বক্তৃতা দেন রোবটটির ডিজাইনার ডেভিড হ্যানসন ।  এক পর্যায় বাঙালি মেয়ের পোশাকে  অনুষ্ঠানের হল অব ফেমে দর্শকদের সামনে এলে দর্শকদের চিত্কার-চেঁচামেচিতে সমস্যায় পড়ে রোবট সোফিয়া। অনুষ্ঠানটি দুই ঘণ্টা হওয়ার কথা থাকলেও তা ৪০ মিনিটের মধ্যে শেষ হয়। এ ছাড়া অনুষ্ঠানে দর্শক হয়েছিল পাঁচ হাজারের মতো । যদি ও দুই হাজার দর্শক উপস্থিত থাকার কথা ছিল । সঞ্চালকরা এ সময় দর্শকদের উদ্দেশ্যে বলতে থাকেন— ‘আপনাদের শব্দে সোফিয়ার সমস্যা হচ্ছে, সোফিয়া এত শব্দে সাড়া দিতে সমস্যায় পড়বে।’