Mon, Dec 11 2017 - 3:15:15 PM +06

নারী নির্যাতন নির্মূল করণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষে মানববন্ধন


News Image


গোপালগঞ্জ প্রতিনিধি :

“নারীরা আজ অগ্রসর, চায় সমতা জীবন ভর” এই প্রতিপাদ্য নিয়ে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ-১৭ উপলক্ষে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার জেলা গোপালগঞ্জ প্রশাসকের কার্যালয়ের সামনে মহিলা ও শিশু বিয়ষক মন্ত্রণালয় এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারিক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: আজমীর হোসেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, জেলা ব্র্যাক প্রতিনিধি মো: নাজমুল হক প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত পল্লী সমাজের সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি এবং সর্বক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নে সকল স্তরের সহযোগিতা কামনা করেন। জানা যায়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন নির্মূলকরণে প্রচারাভিযান পক্ষ উপলক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজ, ইউনিয়ন সমাজ মিটিংসহ প্রতিটি ফোরামে বিশেষ আলোচনা করা হয়েছে।