Mon, Jan 1 2018 - 1:56:49 PM +06

আগামিকাল মঙ্গলবার পালিত হবে সুপ্রিম কোর্ট দিবস।


News Image

হলি টাইমস রিপোর্ট :

দেশে প্রথমবারের মতো পালন করা হবে সুপ্রিম কোর্ট দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।

সুপ্রিম কোর্টের জাজেস স্পোর্টস ক্লাবে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা। আইনমন্ত্রী আনিসুল হকও উপস্থিত থাকবেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট দিবস উৎযাপনসংক্রান্ত কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এ ছাড়া বক্তব্য রাখবেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন  ।

প্রতি বছর ১৮ ডিসেম্বর দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও কোর্টের অবকাশকালীন ছুটি থাকায় এবার ২ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন  সুপ্রিম কোর্ট প্রশাসন।