Mon, Jan 1 2018 - 2:53:16 PM +06

২০৩০ সালে বিশ্বের ৩০তম’ বন্দর হবে চট্টগ্রাম


News Image

হলি টাইমস রিপোর্ট :

 

বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৭১তম। যা ২০৩০ সালের মধ্যে ৩০তম স্থানে জায়গা করে নেবে। লয়েডস লিস্ট' এর ২০১৬ সালের জরিপে চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে ৭১তম স্থান অর্জন করেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চট্টগ্রাম বন্দর আরো উন্নত জায়গায় পৌঁছাবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরটি ৪০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। কিন্তু বন্দর হিসেবে মর্যাদা পায় ১৯৪৭ সালে। তখন এ অঞ্চলে এটিই ছিল একমাত্র বন্দর। অর্থনৈতিক সংকট, ব্যবস্থাপনায় দুর্বলতা সত্বেও বন্দরটি আজ  বিশ্বের ১০০টি বন্দরের মধ্যে ৭১তম স্থান লাভ করেছে। এজন্য আমি সত্যিই আনন্দিত।

 এ দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রপ্তানি বাণিজ্যে বন্দরের অবদান সবচেয়ে বেশি। তাই বন্দরের কারণে রপ্তানিতে যেন কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। কারণ, রপ্তানির ওপর আমাদের অর্থনীতির অনেক কিছু নির্ভর করে। এজন্য বন্দরের সুবিধা বাড়াতে হবে।