Thu, Jan 11 2018 - 3:43:44 PM +06

চিতলমারীতে ২০১৮’র উন্নয়ন মেলা উদ্বোধন


News Image


বিভাষ দাস, বাগেরহাট প্রতিনিধি :


বাগেরহাটের চিতলমারীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে বৃস্পতিবার সকাল ১০ টায়  উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোহন আলী বিশ্বাস, উপজেলা প.প.কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মফিজুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা সেটেলমেন্ট অফিসার মোঃ আশরাফুল করিম, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বেল্লাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন মুন্সী প্রমূখ। তিনদিন ব্যাপী এ উন্নয়ন মেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি অধিদপ্তর, সেটেলমেন্ট অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক, উপজেলা ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, আকাশ-শ্রাবন উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে প্রদর্শনী স্টলের আয়োজন করা হয়।
 

ইডিটিং , সাগরিকা মন্ডল / B C D /

তাং- ১১-০১-২০১৮