Thu, May 30 2013 - 12:00:00 AM +06

মুচলেকার শর্ত ভাঙায় তারেকের বিরুদ্ধে ব্যবস্থা


News Image

জেলা প্রতিনিধি

চট্টগ্রাম: সরকারের কাছে দেয়া মুচলেকার শর্ত ভঙ্গ করায় তারেক রহমানের বিরদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরে নতুন চারটি থানা উদ্বোধন উপলক্ষে দামপাড়া পুলিশ লাইনের মেট্রোপলিটন শুটিং ক্লাবে আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা করাবেন এমন শর্তে বিদেশ গিয়েছিলেন। তিনি মুচলেকা দিয়েছিলেন বিদেশে কোনো ধরনের রাজনীতি করবেন না। এর পরও তিনি সম্প্রতি বিদেশে দেশের রাজনীতির নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে যে সব মামলা আছে সব মামলায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।'

তার বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা নাশকতাকে সরকার প্রশ্রয় দেবে না। চট্টগ্রামে যুক্ত এ নতুন চারটি থানা এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।’  

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম মহানগরীতে যুক্ত হওয়া নতুন চারটি থানার উদ্বোধন করেন। থানাগুলো হচ্ছে, কোতোয়ালী-পাঁচলাইশ থানার একাংশ নিয়ে চকবাজার থানা, কোতোয়ালী-ডবলমুরিং থানার একাংশ নিয়ে সদরঘাট থানা, খুলশী-পাহাড়তলী এবং হালিশহর থানার একাংশ নিয়ে আকবর শাহ থানা এবং বন্দর-পতেঙ্গা এবং হালিশহরের একাংশ নিয়ে ইপিজেড থানা।

সিএমপি সূত্রে জানা গেছে, নতুন ঘোষিত চকবাজার থানার আওতা ছয় বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২ লাখ ৬০ হাজার, একই আয়তনের ইপিজেড থানার জনসংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ, সদরঘাট থানার আয়তন পাঁচ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৩ লাখ ১০ হাজার, আর ১০ বর্গকিলোমিটার আয়তনের আকবর শাহ থানার জনসংখ্যা ৪ লাখ ১০ হাজার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য এম এ লতিফ, মঈনুদ্দীন খান বাদল, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, এবিএম আবুল কাশেম মাস্টার, পুলিশের এআইজি এ কে এম শহীদুল হক, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. নওশের আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য ১৯৭৮ সালে ৬টি থানা নিয়ে যাত্রা শুরু করা সিএমপির নতুন এ চার থানাসহ মোট থানার সংখ্যা হয়েছে ১৬ টি।

হলিটাইম্‌স/সাদি