Contact For add

Wed, Feb 8 2017 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> অর্থ ও বাণিজ্য

Instructions to keep deposit interest at reasonable levelআমানতের সুদ যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশ

আমানতের সুদ যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশ

হলি টাইমস রিপোর্ট :

অপচয়মূলক ভোগ ও অনুৎপাদনশীল খাতে অর্থ ব্যয় রোধে আমানত ও ঋণের সুদ হার যৌক্তিক পর্যায়ে রাখার নির্দেশনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংকগুলো আমানতের ওপর সুদ/মুনাফার হার ঋণের সুদ/মুনাফার হারের চেয়ে
দ্রুততর হ্রাস পেয়ে অনেক ক্ষেত্রে তা ৫% এর নিচে নেমে এসেছে। এতে করে আমানতের ওপর সুদ/মুনাফার হার অত্যধিক হ্রাস সঞ্চয় প্রবণতাকে ক্ষুণ্ন করছে।

একইসঙ্গে সঞ্চয়ের বদলে অপচয়মূলক ভোগ ও অন্যান্য অনুৎপাদনশীল কাজে ব্যবহারের প্রবণতার ঝুঁকি বাড়ছে। এই অবস্থা অব্যাহত থাকলে ব্যাংকিং ও আর্থিক খাতে দায় সম্পদ ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা সৃষ্টি হতে পারে যা বাঞ্ছনীয় নয়।

এ প্রেক্ষিতে, আমানতের ওপর সুদ/মুনাফা হারের নিম্নগামী প্রবণতা রোধের বিষয়ে ব্যাংকগুলোকে সক্রিয় থাকতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলছে, খেলাপি ঋণ আদায়সহ ব্যবস্থাপনা দক্ষতার বিভিন্ন দিকে নজর রেখে ঋণের সুদ/মুনাফার হার নিম্নগামী ধারায় রাখার জন্য ইন্টারমেডিয়েশন স্প্রেড সংকোচন করতে হবে। এ ক্ষেত্রে আমানতের সুদ/মুনাফার হার সংকোচন না করে যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

 



Comments

Place for Advertizement
Add