Contact For add

Sun, Feb 12 2017 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> শিল্প সাহিত্য

Recovery of the stolen Nobel Prize Replicaচুরি যাওয়া নোবেল পুরস্কারের রেপ্লিকা উদ্ধার

চুরি যাওয়া নোবেল পুরস্কারের রেপ্লিকা উদ্ধার

হলি টাইমস রিপোর্ট :

ভারতীয় পুলিশ বলছে, কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়ার নোবেল পুরস্কারের রেপ্লিকা তারা উদ্ধার করেছে।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মি. সত্যার্থীর বাড়ি থেকে নোবেল পুরস্কারের ওই রেপ্লিকা এবং এ সংক্রান্ত একটি সার্টিফিকেট গত সপ্তাহে চুরি হয়েছিলো। এসময় তিনি বাড়িতে ছিলেন না।

এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। খবরে বলা হচ্ছে, এরা তিন জন ভাই। তাদেরকে শনিবার রাতে দিল্লির বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।

পুলিশ বলছে, দিল্লিতে মি. সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া কিছু অলঙ্কার এবং অন্যান্য জিনিসপত্রও এ সময় উদ্ধার করা হয়েছে।

দিল্লিতে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নোবেল পুরস্কারের রেপ্লিকা, সার্টিফিকেট, কিছু অলঙ্কার, একটি ল্যাপটপ এবং আরো কিছু মূল্যবান সামগ্রী শনিবার রাতে উদ্ধার করা হয়েছে।

দিল্লির পুলিশ কমিশনারও এক টুইট বার্তায় এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন।

পুলিশ বলছে, চুরির রাতে মি. সত্যার্থীর বাড়ির আশেপাশের আরো দুটো বাড়িতেও চুরি হয়েছিলো।

রেপ্লিকাটি যখন চুরি হয় তখন মি. সত্যার্থী পানামার প্রেসিডেন্টের সাথে সস্ত্রীক ডিনার করছিলেন।

শিশুশ্রম ও শিশু পাচার বন্ধে কাজ করার স্বীকৃতি হিসেবে মি. সত্যার্থীকে ২০১৪ সালে এই পুরস্কার দেওয়া হয়েছিলো।

নোবেল পুরস্কারের এই সার্টিফিকেটও চুরি হয়েছিলো

পুরস্কারের রেপ্লিকাটি চুরি গেলেও আসল মেডেলটি রাখা আছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবন যাদুঘরে। কারণ তিনি এই পুরস্কার তার দেশের জন্যে উৎসর্গ করেছেন।

পুরস্কার পাওয়ার পরেই তিনি সেটি প্রেসিডেন্ট প্রণব মুর্খার্জির হাতে তুলে দিয়েছিলেন।

পুরস্কার চুরি যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছিলেন মি. সত্যার্থী। বলেছিলেন, বিশেষ করে তার মা তার স্ত্রীকে যেসব অলঙ্কার দিয়েছিলেন সেগুলো চুরি যাওয়াতে তার খুব খারাপ লেগেছে।

এই শান্তি পুরস্কারটি দেওয়া হয়েছিলো যৌথভাবে। তার সাথে এই পুরস্কারটি পেয়েছিলেন পাকিস্তানি শিশু মালালা ইউসুফজাই।

শিশু শিক্ষা, বিশেষ করে মেয়ে-শিশুর শিক্ষার ব্যাপারে সামাজিক লড়াই এর জন্যে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিলো। খবর বিবিসির



Comments