Contact For add

Sun, Apr 16 2017 - 1:45:03 PM +06 প্রচ্ছদ >> শিল্প সাহিত্য

Subir Nandi new songs kolomer kaliসুবীর নন্দীর নতুন গান কলমের কালি

সুবীর নন্দীর নতুন গান কলমের কালি

হলি টাইমস রিপোর্ট :

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর নতুন গান বেরিয়েছে দীর্ঘদিন পর। এর শিরোনাম ‘কলমের কালি’। বাসুর সুর ও সংগীত পরিচালনায় তৈরি হয়েছে এটি। গানটি লিখেছেন জনি হক।

 

নতুন গান প্রসঙ্গে সুবীর নন্দী বললেন, ‘এই গানে চমৎকার একটা বক্তব্য আছে। সেটা চিরন্তন। আর বাসুর সুর-সংগীত তো বরাবরই প্রশংসনীয়। তিনি খুব বুঝেশুনে কাজ করেন। শ্রোতারা ‘কলমের কালি’ গানটি শুনে তৃপ্তি পেলে আমার গান স্বার্থক হবে।’

‘কলমের কালি’ নামের মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছে গানটি। এর বিষয়বস্তু প্রসঙ্গে বাসু ও জনি হক জানান, ‘পেন্সিল দিয়ে কিছু লিখলে ভুল হলে রাবার দিয়ে তা মুছে নতুনভাবে লেখা যায়। কিন্তু কলমের কালি দিয়ে কিছু লেখা হলে তা মোছা যায় না। জীবনের ভুলগুলো যদি কলমের কালি না হয়ে পেন্সিলে লেখা হতো তাহলে সেসব মুছে নতুনভাবে শুরু করা যেতো। এই বক্তব্যই রয়েছে গানটিতে।’

সুবীর নন্দীর গান প্রসঙ্গে বাসু বলেন, ‘সুবীরদা আমাদের সবার প্রিয় শিল্পী। তিনি গানটি গেয়েছেন, এজন্য আমরা খুশি। তার অনেক জনপ্রিয় ও কালজয়ী গানের মতোই এটি শ্রোতাদের মনে অনেকদিন টিকে থাকবে আশা করছি।’

‘কলমের কালি’ অ্যালবামে গান রয়েছে মোট চারটি। অন্য তিনটি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া ও ইউসুফ। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, ভূঁইয়া শফিকুল ইসলাম, ডা. অমল কুমার বর্মণ।

পহেলা বৈশাখ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে এসেছে ‘কলমের কালি’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল কয়েছ জানান, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় অবমুক্ত করা হয় এ অ্যালবাম। গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজীর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান। অনুষ্ঠানে আরও ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।



Comments