Contact For add

Thu, Jul 6 2017 - 1:50:46 PM +06 প্রচ্ছদ >> শিক্ষা

Chances of landslide in Chittagong-Sylhetচট্টগ্রাম-সিলেটে ভূমিধসের সম্ভাবনা

চট্টগ্রাম-সিলেটে ভূমিধসের সম্ভাবনা

হলি টাইমস রিপোর্ট :

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

 

বুধবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া সতর্কবাণীতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ ছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে ২৭১ মিলিমিটার। সূত্র : আবহাওয়া অধিদফতর।



Comments