Contact For add

Sat, Jul 29 2017 - 3:03:40 PM +06 প্রচ্ছদ >> চাকরীর খোঁজ খবর

Trading turnover in the second week of the DSEডিএসইতে টানা দ্বিতীয় সপ্তাহ কমলো লেনদেন

ডিএসইতে টানা দ্বিতীয় সপ্তাহ কমলো লেনদেন

হলি টাইমস রিপোর্ট :

টানা দুই সপ্তাহ ধরে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ কমেছে। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৩৯ শতাংশ। আগের সপ্তাহে লেনদেন কমে প্রায় সাড়ে ১০ শতাংশ।লেনদেন কমলেও শেষ সপ্তাহে মূল্য সূচক কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩২ দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ। আগের সপ্তাহে এ সূচক কমেছিল ৫২ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ।

ডিএসইএক্সের পাশাপাশি শেষ সপ্তাহে বেড়েছে অপর দু’টি মূল্য সূচকও। ডিএসই-৩০ সূচক বেড়েছে ৭ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ৩৪ শতাংশ। আর ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে ৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমকি ৩০ শতাংশ।

এদিকে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত) ডিএসইর বাজার মূলধনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৪৭ কোটি টাকায়। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯০ হাজার ১১২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৩৫ কোটি টাকা।

শেষ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ১১৭ কোটি ৪১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৫ হাজার ৭৯ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ গত সপ্তাহে মোট লেনদেন কমেছে ১ হাজার ৯৬২ কোটি ১১ লাখ টাকা বা ৩৮ দশমিক ৬৩ শতাংশ। আগের সপ্তাহে লেনদেন কমে ৫৮৯ কোটি ৬২ লাখ টাকা কোটি টাকা বা ১০ দশমিক ৪০ শতাংশ।

মোট লেনদেনের পাশাপাশি কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৪৮ লাখ টাকা। যা তার আগের সপ্তাহে ছিল ১ হাজার ১৫ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৯২ কোটি ৪২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৮৬টির দাম বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

গত সপ্তাহে মোট লেনদেনের ৯১ দশমিক ৯২ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৩ দশমিক ৩২ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ১ দশমিক ৯৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ২ দশমিক ৮০ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকা বাংলা ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির ১০৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৩ দশমিক ৫১ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ার লেনদেন হয়েছে ১০৮ কোটি ১২ লাখ টাকা। যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৪৭ শতাংশ। ৯৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে- সিটি ব্যাংক, গ্রামীণফোন, শাহজি বাজার পাওয়ার, ফু-ওয়াং ফুড, আইডিএলসি ফাইন্যান্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়ান ব্যংক।



Comments