Contact For add

Thu, Aug 17 2017 - 3:06:51 PM +06 প্রচ্ছদ >> আইন

Legal notice to know why the prices of onions riseপেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ

হলি টাইমস রিপোর্ট :

পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস)। নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, টিসিবি চেয়ারম্যান ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সিসিএস পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান ডাক ও রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠিয়েছেন।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, গত এক মাসে তিন দফায় পেঁয়াজের দাম ১১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগামী তিনদিনের মধ্যে পেঁয়াজের এ অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ জানতে চাওয়া হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, সর্বশেষ তথ্যানুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে ৬৫ থেকে ৭০ কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। নিত্যপণ্যটির এ অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।



Comments

Place for Advertizement
Add