Contact For add

Sat, Sep 9 2017 - 5:14:54 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

Toys for stones instead of 41 thousand cameras৪১ হাজার টাকার ক্যামেরার বদলে এল খেলনা-পাথর

৪১ হাজার টাকার ক্যামেরার বদলে এল খেলনা-পাথর

হলি টাইমস রিপোর্ট :

ফোটোগ্রাফি নেশা বছর চব্বিশের বিনয়ের। ফ্লিপকার্টে ক্যাননের দামি ডিএসএলআর ক্যামেরা বুক করেছিলেন তিনি। ক্যামেরার দামও নেহাত কম নয়। ৪১ হাজার টাকা। ভুল ভাঙল ডেলিভারি আসার পর। সুন্দর করে মোড়া প্যাকেটটা খুলতেই চোখ কপালে। ক্যাননের ডিএসএলআরের বদলে এসেছে খেলনা ক্যামেরা। তার সঙ্গে কিছু পাথর।

ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মমতা নগর কলোনীতে। সেখানকার একটি বেসরকারি অফিসে কাজ করেন বিনয়। কাজের ফাঁকে পছন্দ করেন ছবি তুলতে। গত সোমবার ফ্লিপকার্টে ক্যামেরার অর্ডার দেন তিনি। পরের দিন সন্ধেয় ডেলিভারি দেয় ফ্লিপকার্ট। প্যাকেট খুলতেই মাথায় হাত পড়ে যায় বিনয়ের। তিনি দেখেন ৪১ হাজার টাকার ক্যামেরার বদলে রয়েছে দু’টি খেলনা ক্যামেরা। সেই সঙ্গে কিছু পাথরও পড়ে রয়েছে প্যাকেটে। বিনয় জানিয়েছেন, কাস্টমার কেয়ারে ফোন করেও কোনও লাভ হয়নি। কাস্টমার কেয়ার অফিস থেকে জানানো হয়েছে, বিনয়ের ঠিকানায় আসল ডিএসএলআর ক্যামেরাই পাঠানো হয়েছে। তাদের ডেটাবেসে সেটাই লেখা আছে। এর পরেই গত বুধবার, এলবি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, ফ্লিপকার্ট এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। গোটা বিষয়টা সাইবার অপরাধ দমন শাখায় জানানো হয়েছে। সূত্র:আনন্দবাজার



Comments