Contact For add

Mon, Sep 11 2017 - 3:26:32 PM BDT প্রচ্ছদ >> অর্থ ও বাণিজ্য

The seller does not have S Alam Cold Steel sharesবিক্রেতা নেই এস আলম কোল্ড স্টিলের শেয়ারের

বিক্রেতা নেই এস আলম কোল্ড স্টিলের শেয়ারের

হলি টাইমস রিপোর্ট :

পুঁজিবাজারে তালিকাভুক্ত এস আলম কোল্ড স্টিলের শেয়ার কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। যে বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটির শেয়ার আছে তাদের কেউ শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে ক্রেতা থাকলেও এস আলম কোল্ড স্টিলের শেয়ার বিক্রেতা-শূন্য হয়ে পড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এস আলম কোল্ড স্টিলের শেয়ার লেনদেন শুরু হয় ৩৬ টাকা ৫০ পয়সা দরে। এর থেকে ১ টাকা ৪০ পয়সা বাড়িয়ে ৩৭ টাকা ৯০ পয়সা দরে প্রথমে ১০০ শেয়ার ক্রয়ের আবেদন পড়ে। তবে কেউ এই দামে শেয়ার বিক্রি করতে রাজি হননি।

এরপর ৩৮ টাকা দরে ১২ হাজার শেয়ার ক্রয়ের আবেদন আসে। এ দামেও কেউ শেয়ার বিক্রি করতে রাজি হননি। এরপর কয়েক দফা দর বেড়ে দুপুর সাড়ে ১২টার দিকে ৩৯ টাকা ৮০ পয়সা দামে ৪ লাখ ২৬ হাজার ৩৪৫টি শেয়ার ক্রয়ের আবেদন পড়ে। এই দামেও কোন বিনিয়োগকারী তাদের হাতে থাকা শ্রয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে এস আলম কোল্ড স্টিলের শেয়ারের বিক্রেতা-শূন্যই থেকে গেছে।Comments

Place for Advertizement
Add