Contact For add

Mon, Oct 2 2017 - 12:16:22 PM +06 প্রচ্ছদ >> খেলাধুলা

Sri Lanka in danger of screwing Pakistanপাকিস্তানের ঘুর্ণিতে বিপদে শ্রীলঙ্কা

পাকিস্তানের ঘুর্ণিতে বিপদে শ্রীলঙ্কা

হলি টাইমস রিপোর্ট :

চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্তও মনে হচ্ছিল, আবুধাবি টেস্ট নিশ্চিত ড্রয়ের দিকে এগুচ্ছে। একটা সেশনই জমিয়ে দিল টেস্টটা! শেষ সেশনে পাকিস্তানী স্পিনারদের দাপটে এখন হারের দুশ্চিন্তা পেয়ে বসেছে শ্রীলঙ্কাকে। ৪ উইকেটে ৬৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছে তারা। সফরকারিদের লিড মাত্র ৬৬ রানের।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৪২২ করে অলআউট হয়েছে পাকিস্তান। মাত্র ৩ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের বোলিং ম্যাচ জয়ের স্বপ্ন দেখাচ্ছে আনপ্রেডিক্টেবলদের। চতুর্থ দিনের শেষ বিকেলে ইয়াসির শাহ-হারিস সোহেলদের ঘুর্ণির সামনে বেশ অসহায় দেখিয়েছে লংকানদের।

এই টেস্টে মোটে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। এর মধ্যে চারজন ফিরে গেছেন সাজঘরে। ১৬ রান নিয়ে উইকেটে আছেন কুশল মেন্ডিস। নাইট ওয়াচম্যান হিসেবে ক্রিজে আসা সুরাঙ্গা লাকমল ব্যাট করছেন ২ রান নিয়ে। এরপর স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে আছেন কেবল নিরোশান ডিকওয়েলা।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নেকে (১০) শান মাসুদের ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন ইয়াসির শাহ। এরপর লাহিরু থিরিমান্নেকে (৭) উইকেটরক্ষকের গ্লাভসবন্দী করেন আসাদ শফিক।

কুশল সিলভা ভালো খেলছিলেন। তাকে ২৫ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পার্টটাইম স্পিনার হারিস সোহেল। দিনের শেষবেলায় এসে দিনেশ চান্দিমালকে (৭) সাজঘরে ফিরিয়ে লংকানদের দুঃখ আরও বাড়ান ইয়াসির শাহ।



Comments

Place for Advertizement
Add