Contact For add

Tue, Oct 3 2017 - 12:06:06 PM +06 প্রচ্ছদ >> ভ্রমন

Signs agreement with aircraft and frequency of aircraft with the Arab Emiratesআরব আমিরাতের সঙ্গে বিমানের ফ্রিকোয়েন্সি ও রুট সুবিধার চুক্তি সই

আরব আমিরাতের সঙ্গে বিমানের ফ্রিকোয়েন্সি ও রুট সুবিধার চুক্তি সই

হলি টাইমস রিপোর্ট :

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) চুক্তি সম্পাদিত হয়েছে। এ চুক্তি স্বাক্ষরের ফলে বিমান বাংলাদেশ ও আরব আমিরাতের বিমান সংস্থাগুলো বর্ধিত ফ্রিকোয়েন্সি ও রুট সুবিধা পাওয়ার দ্বার উন্মুক্ত হবে। একই সঙ্গে ১৯৮৮ সাল থেকে শুরু হওয়া এ প্রক্রিয়ার সফল রূপায়ন সম্ভব হলো।

সোমবার দুপুরে দুবাইয়ের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দফতরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ইউএইর ইকোনমি মিনিস্টার ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল সুলতান বিন সিদ আল মনসুরি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষরের পূর্বে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মেনন জানান, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু গত কয়েক বছর যাবত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান না করায় এ সম্ভাবনা দারুনভাবে বিঘ্নিত হচ্ছে। মুসলিম উম্মাহর ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবেও এ ভিসা প্রদান পুনরায় চালু করতে ইউএই সরকারের প্রতি তিনি অনুরোধ জানান।

বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাওয়া এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ, বিশেষজ্ঞ প্রেরণ, একাডেমিক ও এডমিনিস্ট্রেটিভসহ বিভিন্ন বিষয়ে আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন তিনি। এ ব্যাপারে ইউএই কর্তৃপক্ষ পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া বাংলাদেশে প্রশিক্ষিত ফ্লাইট ক্রু, ফ্লাইট ইঞ্জিনিয়ার, এয়ার ক্রাফট ইঞ্জিনিয়ার ও কেবিন ক্রুদের মধ্যে থেকে নিয়োগ দেয়ার জন্য ইউএই’র বিমান সংস্থাগুলোকে অনুরোধ করেন মন্ত্রী।

ইউএই কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে ভিসা প্রক্রিয়া চালুসহ সব বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে মন্ত্রীর সঙ্গে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারক, ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মো. ইমরান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান বাংলাদেশের পক্ষে এবং ইউএইর পক্ষে ইকোনমি মিনিস্টারের সঙ্গে সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Comments