হলি টাইমস রিপোর্ট :

এক দিকে সাম্বার ঝলক, অন্য দিকে জার্মান আধিপত্য। পাশাপাশি নিজারের ইতিহাস। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দ্বিতীয় দিন ফুটবলপ্রেমীদের জন্য হাজির ছিল সব মশলাই।

মারগাওয়ে কোস্তা রিকাকে ২-১ গোলে হারাল জার্মানি। জার্মানির হয়ে ২১ মিনিটে প্রথম গোল করে তাদের এগিয়ে দেয় জান ফিয়েতে আর্প। কোস্তা রিকা জোর দিয়েছিল রক্ষণের ওপর। দ্বিতীয়র্ধের ৬৪ মিনিটে অবশ্য আন্দ্রে গোমেজর গোলে সমতা ফেরায় তারা। জার্মানির হয়ে ৮৯ মিনিটে দ্বিতীয় গোল করে নোয়া আয়ুকু। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের অন্যতম দাবিদার প্রথম ম্যাচ জিতে পরের রাউন্ডে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে। খবর:আনন্দ বাজার

অন্য ম্যাচে ইরান ৩-১ গোলে হারিয়ে দেয় গিনিকে। প্রথমার্ধে রক্ষণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে যায় ইরান। শনিবার ইতিহাস গড়ল নিজার। ফিফা টুর্নামেন্টে এই প্রথম নেমে তারা ১-০ গোলে হারাল উত্তর কোরিয়াকে।