Contact For add

Wed, Oct 18 2017 - 2:30:37 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

Not a fairytale, in fact the dragon!রূপকথা নয়, বাস্তবেই ছিল ড্রাগন!

রূপকথা নয়, বাস্তবেই ছিল ড্রাগন!

হলি টাইমস রিপোর্ট :

ড্রাগন কি জানেন নিশ্চয়ই। অনেকটা ঠিক টি রেক্স-এর মতো দেখতে। বড় বড় ডানা আছে, উড়তে পারে। প্রতিপক্ষকে বাগে আনতে মুখ থেকে আগুনও বের করতে পারে। চিনা রূপকথার এই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে হলিউডে বেশ কয়েকটি অ্যানিমেশন ছবিও তৈরি হয়েছে, যার মধ্যে ‘হাও টু ট্রেন ইওর ড্রাগন’ অন্যতম।না, হলিউডের নতুন কোনও অ্যানিমেশন ছবির কথা বলছি না। চিনা রূপকথায় ‘ড্রাগন’ নামের এই বিচিত্র দর্শন প্রাণীটির প্রবল উপস্থিতি। চিনা বাস্তু, মঙ্গল-অমঙ্গলের নানা লৌকিক বিশ্বাসের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই প্রাণীটি। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যার মাধ্যমে অনেকে দাবি করতে শুরু করেছেন, ড্রাগন শুধু তাঁদের রূপকথার অঙ্গ বা নিছক কল্পনা নয়। বাস্তবেও ছিল এই প্রাণীটি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও অনুযায়ী, উত্তর চিনের ঝ্যাংজিয়াকৌ শহরে খোঁজ মিলেছে প্রায় ৬০ ফুট লম্বা একটি কঙ্কালের। এই কঙ্কালের আকৃতি এবং বৈশিষ্ট দেখে স্থানীয় বাসিন্দাদের ধারণা, এটি কোনও ড্রাগনেরই কঙ্কাল। তাঁদের মতে, উদ্ধার হওয়া এই কঙ্কালটিই প্রমাণ দিচ্ছে যে, পৃথিবীতে সত্যিই ড্রাগনের অস্তিত্ব ছিল। তবে অসংখ্য মানুষ এই ভিডিওটিকে ‘প্র্যাঙ্ক’ বলেই মনে করছেন। তবে যে যাই বলুন না কেন, ইতিমধ্যে ১ কোটিরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে হু হু করে ছড়িয়ে পড়ছে ভিডিওটি।সূত্র:আনন্দবাজার পত্রিকাComments