Contact For add

Sat, Oct 28 2017 - 12:47:15 PM +06 প্রচ্ছদ >> আন্তর্জাতিক

Myanmar foreign journalists arrestedমিয়ানমারে বিদেশি দুই সাংবাদিক গ্রেফতার

মিয়ানমারে বিদেশি দুই সাংবাদিক গ্রেফতার

হলি টাইমস রিপোর্ট :

মিয়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের কাছে ড্রোন উড্ডয়নের অভিযোগে তুরস্কের দু’জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জন হলেন, সিঙ্গাপুরের লাউ হন মেন এবং মালয়েশিয়ার মক চৌ লিন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন (টিআরটি) এর সংবাদকর্মী তারা।

মিয়ানমার পুলিশ তাদেরকে গ্রেফতারের তথ্য প্রকাশ করেছে শনিবার। শুক্রবার রাজধানী নেপিদো’র পার্লামেন্ট ভবন এলাকায় তারা দু’জনে মিলে একটি ড্রোন উড্ডয়ন করেছিলেন বলে দাবি পুলিশের।

পুলিশ আরও জানায়, ওই দুই সাংবাদিকের সঙ্গে থাকা যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। তাদের চালককেও গ্রেফতার করা হয়েছে। পরে ২৫ জন পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের কম্পিউটার ও মেমরিকার্ড জব্দ করেছে।

মিয়ানমারের একজন পুলিশ কর্মকর্তা স্যান অং জানান, অনুমতি ছাড়াই ড্রোন রাখার অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। তদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আরও অভিযোগ নিয়ে আসা হতে পারে।

সূত্র : আনাদলু



Comments