Contact For add

Sun, Oct 29 2017 - 2:38:26 PM +06 প্রচ্ছদ >> আইন

11 people have been imprisoned for the murder case of Prime Minister for 20 yearsপ্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১১জনের ২০বছর জেল

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় ১১জনের ২০বছর জেল

হলি টাইমস রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১১ জনকে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে খালাস দিয়েছেন আদালত।১৯৮৯ সালের ১০আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোড়া হয়।ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা করেন।

তদন্ত অনুযায়ী, বঙ্গবন্ধুর খুনিদের নেতৃত্বে গঠিত দল ফ্রিডম পার্টির নেতাকর্মীদের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।

১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি এ ঘটনার তদন্ত শেষ করে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে দু'টি অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত ১৬ অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

আজ রবিবার অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন।

মামলার ১৬ জন আসামির মধ্যে দুইজন মারা গেছেন। আর দুইজনের বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। চার্জ গঠন হয়েছিল ১২ জনের বিরুদ্ধে।



Comments

Place for Advertizement
Add