Contact For add

Wed, Nov 1 2017 - 8:23:09 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

Parakiya is good for bridalদাম্পত্যের জন্য পরকীয় ভালো

দাম্পত্যের জন্য পরকীয় ভালো

ওয়েবডেস্ক:‌ পরকীয়া নাকি দাম্পত্য সম্পর্কের পক্ষে লাভজনক!‌ এমনটাই দাবি বিশিষ্ট মনোবিদ অ্যাস্থার পেরেল–এর। ৩০ বছরেরও বেশি সময় ধরে ‘‌কাপ্‌ল কাউন্সেলিং’‌ করছেন পেরেল। তাঁর মতে পরকীয়া করলে স্বামী–স্ত্রী কিংবা প্রেমিক–প্রেমিকার মধ্যে বন্ধন আরও দৃঢ় হয়। পেরেলের সাফাই,‘‌প্রতিটি মানুষই কোনও না কোনও অবসাদ থেকে পরকীয়ার দিকে ঝোঁকেন। তাঁদের মধ্যে একটা অপরাধবোধ মনের অবচেতনে হলেও কাজ করে। ৯৯ শতাংশ পরকীয়াই ক্ষণস্থায়ী হয়। পরকীয়া শেষ হওয়ার পরে এই অবৈধ সম্পর্ক এঁদের মধ্যে একটা অপরাধবোধ কাজ করে। সেই অপরাধবোধ থেকেই তাঁরা সম্পর্ক আবার নতুন করে সম্পর্ক মজবুত করার দিকে মন দেন।’‌ পরকীয়া নিয়ে গোটা একটা বই লিখে ফেলেছেন পেরেল। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘‌দ্য স্টেটস অফ অ্যাফেয়ার’ নামে বইটি। সেখানে পেরেল বলছেন, ‘‌দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি আসাটা খুব স্বাভাবিক। বিশেষত যৌনজীবনে অবসাদ চলে আসে। তখন অনেকেই নতুন সঙ্গী বা সঙ্গিনী খোঁজেন। এক্ষেত্রে একসঙ্গে সময় কাটানো, কথা বলা একটা বড় দাওয়াই হতে পারে। আমি মনে করি যৌনতা যতটা না শারীরিক,তার চেয়ে অনেক বেশি মানসিক। মানসিক আকর্ষণ ফিরিয়ে আনলেও পরকীয়া ঠেকানো সম্ভব।’‌
তবে, দাম্পত্য সম্পর্কে আকর্ষণ ফেরানোর জন্য পরকীয়া করতে মোটেও উৎসাহ দিচ্ছেন না পেরেল। তিনি বলছেন, ‘‌উপশমের চেয়ে প্রতিকার করাটাই ভাল। পরকীয়া জড়িয়ে পড়ার আগে সঙ্গী বা সঙ্গিনীর প্রতি আকর্ষণ তৈরি করাটাই ভাল।’‌



Comments