Contact For add

Sun, Nov 19 2017 - 6:49:46 PM +06 প্রচ্ছদ >> আইন

Appointing fast judges to settle the 30 million cases৩০ লাখ মামলা নিষ্পত্তির জন্য দ্রুত বিচারক নিয়োগ

৩০ লাখ মামলা নিষ্পত্তির জন্য দ্রুত বিচারক নিয়োগ

 

 

 

 

সাগরিকা মন্ডল :

 

সারা দেশের ৩০ ল‍াখ বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিচারক নিয়োগের প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।

 

 

দশম জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৮তম বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এমপির  সভাপতিত্বে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, মোঃ তাজুল ইসলাম চৌধুরী এমপি, সফুরা বেগম এমপি, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি ও এ্যাড. সাহারা খাতুন এমপি এসময়  উপস্থিত ছিলেন।

বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস বিল, ২০১৭ এবং বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিসহ মামলার জট কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আইন প্রণয়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে লেজিসলেটিভ বিভাগের কর্মকর্তাগণকে ক্যাডার সার্ভিসভুক্ত করার সুপারিশও করেছে কমিটি।

এছাড়া আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে আদালত চত্ত্বরে লিগ্যাল এইডের সেবা সম্বলিত বিলবোর্ড প্রদর্শনের সুপারিশ করা হয়।

 

বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব এবং আইন ও বিচার বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 



Comments

Place for Advertizement
Add