Contact For add

Mon, Nov 20 2017 - 2:13:03 PM +06 প্রচ্ছদ >> পরিবেশ

Chistolmarii started the 2017 PSP examinationsচিতলমারীতে ২০১৭ এর পিএসপি পরীক্ষা শুরু

চিতলমারীতে ২০১৭ এর  পিএসপি পরীক্ষা শুরু

বিভাষ দাস, বাগেরহাট প্রতিনিধিঃ

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে চিতলমারীতে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা। কোনো প্রকার ঝুটঝামেলাহীন এ পরীক্ষাযজ্ঞ চিতলমারীর ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর পরীক্ষায় মোট ২২৯৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে।

প্রাথমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, পরীক্ষা কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারের দেয়া নির্দেশ মোতাবেক উপজেলার মোট ১৩টি কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি ও ইবতেদায়ী’র ছাত্র ছাত্রীদের শিক্ষা সমাপনী পরীক্ষা এক যোগে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর প্রাথমিক ও ইবতেদায়ীর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২৯৫ জন। এর ভিতর মোট ছাত্র সংখ্যা ১০৯৭ ও ছাত্রী সংখ্যা ১১৯৮।

প্রথম দিনের পরীক্ষায় ১৩ কেন্দ্রে মোট অনুপস্থিত প্রাথমিক সমাপনীতে ছাত্র সংখ্যা ৩১  ও ছাত্রী সংখ্যা ১০। ইবতেদায়ীতে অনুপস্থিত ছাত্র ৩৭ ও ছাত্রী ১২ । প্রথম দিনের পরীক্ষায় কোন ছাত্র-ছাত্রী বহিঃষ্কারের ঘটনা ঘটেনি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, সকল পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর ভবিষ্যতেও বাকী পরীক্ষাগুলোতে ঘটবে বলে আশা করি না।

চিতলমারীতে পরীক্ষা কেন্দ্রসমূহঃ বড়গুণি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাড়ীয়া হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাননচক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোড়ানালুয়া বড়বাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ,কে, ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবানিয়ারী হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরীবপুর চরবানিয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়িউমাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমাজুড়ী বাঁশবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 



Comments