Contact For add

Wed, Dec 6 2017 - 3:09:00 PM +06 প্রচ্ছদ >> অপরাধ

Two fishermen returned with ransomমুক্তিপণ দিয়েই ফিরলো দুই জেলে

মুক্তিপণ দিয়েই ফিরলো দুই জেলে

হলি টাইমস রিপোর্ট:

সুন্দরবনে আবারও জেলে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে বাগেরহাটের পূর্ব চাঁদপাই সুন্দরবনের রেঞ্জের লাঠিমারা এলাকা থেকে বনদস্যু সুমন বাহিনী ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। বনদস্যু সুমন ও ছোট্ট বাহিনী এনিয়ে গত তিন দিনে শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩৮ জন জেলেকে অপহরণ করেছে ।  রবিবার বিকেলে এদের মধ্যে দুই জেলে মুক্তিপণ দিয়ে  ফিরে এসেছেন। দস্যুরা অপহৃতদের একেক জনের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার থেকে একলাখ টাকা পর্যন্ত ধার্য্য করছে । মুক্তিপণ না পেলে তাদেরকে হত্যা করার হুমকি ও দেয়া হয়েছে। ফিরে আসা জেলে ও মহাজনরা জানিয়েছেন ,অপহৃত ওই সব জেলেদের অমানুষিক নির্যাতন করা হচ্ছে । নাম প্রকাশ না করার শর্তে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে শরণখোলার কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, বনদস্যু সুমন ও ছোট্ট বাহিনীর গত ৩০ নভেম্বর ভোরে শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী ও চাঁদপাই রেঞ্জের হরমল খাল, চড়াপুটিয়া ও কলামুলা এলাকা থেকে ২০ জেলেকে অপহরণ করে। এদের মধ্যে থেকে গত রবিবার বিকেলে উপজেলা উত্তর রাজাপুর গ্রামের সরোয়ার এবং মোরেলগঞ্জ উপজেলার জিউধরা এলাকার একজনসহ (নাম জানা যায়নি) দুই জেলে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। এছাড়া গত ২ ডিসেম্বর সকালে চাঁদপাই রেঞ্জের কলামুলা নামক স্থান থেকে ১৩ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যু সুমন বাহিনী। একেক জেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্য দাবি করছে ওই বনদস্যু বাহিনীরা। অপহৃত জেলেদের বাড়ি শরণখোলা, মোরেলগঞ্জ, পাথরঘাটা ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে বলে মহাজনরা জানান।মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জে অবস্থিত তাদের ৬টি স্টেশনের কোস্টগার্ড সদস্যদের খোঁজখবর নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বনে টহল জোরদার করা হয়েছে। দস্যুদের সুনির্দিষ্ট অবস্থান সনাক্ত করে ব্যাপক অভিযান চালানো হবে। খবর :দৈনিক র্পূবাঞ্চল
বরিশাল র‌্যাব-৮ এর মেজর সোহেল জানান, বিভিন্ন মাধ্যমে সুন্দরবেন জেলে অপহরণের খবর শোনা যাচ্ছে। এব্যাপারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলছে। বিষয়টি নিশ্চিত হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



Comments

Place for Advertizement
Add