Contact For add

Thu, Dec 7 2017 - 12:44:58 PM +06 প্রচ্ছদ >> আন্তর্জাতিক

‍India drone fall in China Landচীনে আছড়ে পড়েছে ভারতের ড্রোন

চীনে আছড়ে পড়েছে ভারতের ড্রোন

হলি টাইমস রিপোর্ট :

ভারতের একটি মনুষ্যবিহীন বিমান বা ড্রোন চীনের আকাশসীমায় ঢুকে ভূপাতিত হয়েছে বলে চীনের সংবাদ মাধ্যম বলছে।

চীনের পশ্চিমাঞ্চলীয় হুমকি মোকাবেলা ব্যুরোর কর্মকর্তা হাঙ শুইলি সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি এই ঘটনা ঘটেছে। তবে তারিখ বা স্থানের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানান নি।

সিনহুয়া বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ''ভারত চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।''

দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা হচ্ছে বলেও তিনি জানান। খবর বিবিসির।

তিনি জানান, এখন ড্রোনটির বিষয়ে বিস্তারিত তথ্য উপাত্ত সংগ্রহ করছে চীনের সীমান্ত রক্ষী বাহিনী।

যদিও চীনের এসব বক্তব্যের বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি ভারত।

ভারত, চীন আর ভূটান সীমান্তের ডকলাম অংশে চীনের একটি রাস্তা তৈরি নিয়ে গত গ্রীষ্ম থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। বেশ কিছুদিন উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ভারত ও চীন উভয়েই সেখান থেকে নিজেদের সেনা সরিয়ে নিয়ে আসে।

দুই দেশের মধ্যে অনেক অমীমাংসিত ভূমি রয়েছে, যা নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে একবার বড় ধরণের যুদ্ধও হয়।



Comments