Contact For add

Thu, Dec 7 2017 - 6:36:40 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

Your ability to measure smart condomsস্মার্ট কনডম মেপে দেবে আপনার দক্ষতা

স্মার্ট কনডম মেপে দেবে আপনার দক্ষতা

হলি ডেস্ক :

স্মার্টফোন শুনেছেন, স্মার্ট ওয়াচ বা গুগল গ্লাসের মতো স্মার্ট চশমার কথাও শুনেছেন। কিন্তু স্মার্ট কন্ডোম?‌ হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও সত্যি। শুধু তাই নয়, এই স্মার্ট কন্ডোম ব্যবহার করলে, কন্ডোমই আপনাকে বলে দেবে, আপনি বিছানায় কতোটা দক্ষ। আগামী বছরের মাঝামাঝি থেকে বাজারে পাওয়া যাবে এই কন্ডোম। এই কন্ডোমই বলে দেবে বিছানায় আপনি কতটা দক্ষ!‌ এই কন্ডোমে লাগানো থাকবে একটি ‘‌স্মার্ট রিং’‌। যাতে লাগানো থাকবে ন্যানো চিপ। মিলনের সময় কতটা সময় লাগছে, কতটা ক্যালোরি খরচ হচ্ছে, কতক্ষণ পরপর মিলন হচ্ছে— এই সমস্ত তথ্য মেপে নেবে ওই স্মার্ট রিং। তার ভিত্তিতেই প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ করে আপনার ‘‌দক্ষতা’‌ মাপবে কন্ডোমটি। অভিনব এই কন্ডোম তৈরি করছে ব্রিটেনের নটিংহ্যামের সংস্থা ‘‌ব্রিটিশ কন্ডোমস’‌। তাদের দাবি, মিলনের সময় কোনও যৌনরোগ সংক্রামিত হচ্ছে কি না, সেটাও বোঝা যাবে এই পুনর্ব্যবহার যোগ্য কন্ডোম থেকে। ব্যবহারকারী চাইলে তাঁদের যৌনতার তথ্য বন্ধুদের সঙ্গে ‘‌শেয়ার’‌ করে নিতে পারবেন।



Comments