Contact For add

Thu, Dec 7 2017 - 6:57:41 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

know where to live another Planet Peopleভীন গ্রহের মানুষ কোথায় থাকে তা জানা গেছে

ভীন গ্রহের মানুষ কোথায় থাকে  তা জানা গেছে

হলি ডেস্ক :

ভিন গ্রহীরা নাকি থাকে সুপার আর্থে। পৃথিবীর মতই দেখতে সেই গ্রহ। পৃথিবী থেকে ১১১ আলোকবর্ষ দূরের সেই গ্রহের নাম রেখেছেন বিজ্ঞানীরা কেটু–১৮বি। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী অনুসন্ধান করে বের করেছেন গ্রহটিকে। পাথুরে জমির লাল রঙের বড় গ্রহটিতে নাকি অনায়াসেই বেড়ে উঠতে পারে প্রাণ। এমনই দাবি বিজ্ঞানীদের। তবে গ্রহটি আবিষ্কারের পর ইউরেকা বলতে নারাজ বিজ্ঞানীরা। তাঁদের দাবি এখনও একশো শতাংশ নিশ্চিত হতে পারেননি তাঁরা। আরও গবেষণার প্রয়োজন। চিলির লা সিল্লা অবজারভেটরি টেলিস্কোপে দেখতে গিয়ে যে লাল গ্রহটি তাঁরা দেখতে পেয়েছেন সেটির উপরিভাগ পৃথিবীর মতো হলেও আয়তনে পৃথিবীর থেকে অনেকটাই বড়। নেপচুনের মত গ্যাসীয় পদার্থের আস্তরণ দেখা গিয়েছে। পাথুরে জমি। পৃথিবীর মতই বায়বীয় আস্তরণ দিয়ে ঢাকা। জলের রেখা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। সেটি বরফও হতে পারে বলে দাবি তাঁদের। 
২০১৫ সালে গ্রহটি প্রথম নজরে আসে বিজ্ঞানীদের। একটি ছোট্ট তারার চারপাশে ঘুরছে গ্রহটি। সূর্যের থেকে যে দূরত্বে রয়েছে পৃথিবী এই গ্রহটির অবস্থানও ঠিক সেরকম। সেকারণেই সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে আরও বেশি করে আগ্রহ দেখাচ্ছেন বিজ্ঞানীরা। ‌‌



Comments