Contact For add

Sat, Dec 9 2017 - 3:28:01 PM +06 প্রচ্ছদ >> লাইফস্টাইল

Strange tea shop!আজব শখে চায়ের দোকানী !

আজব শখে চায়ের দোকানী !

হলি টাইমস রিপোর্ট:

শখের কোনো অন্ত নেই মানুষের! একেক জনের শখ একেক রকম। কেউ খেলাধুলা করে ,বই পড়া ,কেউ ভ্রমন করে, সিনেমা দেখা, গানশোনা ও মাছ ধরাসহ অসংখ্য শখের শেষ নেই। তবে কোনো কোনো মানুষের শখ একেবারে আলাদা। অভাব নেই  আজব আজব শখের মানুষের ও। এদের মধ্যে দামুড়হুদা ইউনিয়নের নাপিতখালি গ্রামের আ. মমিনের ছেলে আ. মালেক (৩৫) পেশায় একজন চায়ের দোকানদার। তার এক আজব শখ গাছের শিকড়-বাকড় দিয়ে বিভিন্ন প্রাণির প্রতিকৃত তৈরি করা। সরেজমিনে যেয়ে দেখা যায় বিভিন্ন গাছের শিকড়-বাকড় দিয়ে তৈরি করেছে সাপ, ড্রাগনের মাথা, কুমির, গুয়েসাপ ও পাখি আকৃতি তৈরি করেছে। খবর:মাথা ভাঙ্গা্ ।

তার একটি প্রাণির প্রতিকৃতি তৈরি করতে সময় লাগে প্রায় ১ বছর। তিনি পরিশ্রম করে এগুলো তৈরি করে বিভিন্ন পেশার মানুষকে বিনা পারিশ্রমিকে দিয়ে দেন। দিনদিন তার এ পণ্যের চাহিদা বাড়ছে। প্রতিদিন তার হাতে তৈরি এসব প্রতিকৃতি দেখতে তার বাড়িতে হাজির হয় উৎসুক মানুষ। জানতে চাইলে তিনি বলেন, এগুলো তৈরি করে আমি তৃপ্তি পাই। আমার কাছে এসব প্রতিকৃতি কিনতে অনেক লোকজন আসে আমি তাদেরকে বিনা পারিশ্রমিকে দিয়ে দিই। সাধুসংঘ ও পুলিশের লোকজন বেশি আসে এগুলো নিতে।



Comments