Contact For add

Tue, Dec 12 2017 - 12:49:38 PM +06 প্রচ্ছদ >> শিক্ষা

There is a long way to study about environment-biodiversity-economicsপরিবেশ-প্রাণবৈচিত্র্য-অর্থনীতি নিয়ে গবেষণার অবকাশ রয়েছে

পরিবেশ-প্রাণবৈচিত্র্য-অর্থনীতি নিয়ে গবেষণার অবকাশ রয়েছে

হলি টাইমস রিপোর্ট :

 

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন ডেভেলপমেন্টের পরিবেশ অর্থনীতি বিষয়ক দক্ষিণ এশিয়া গবেষণা তহবিলের পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন প্রফেসর ড. এ কে এনামুল হক।

 

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর গোকর্ণ ফরেস্ট রিসোর্টে বুধবার (১৩ সেপ্টেম্বর) এ গবেষণা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর এনাম বলেন, দক্ষিণ এশিয়ার ১২০ তরুণ অর্থনীতিবিদের গবেষণা প্রস্তাব থেকে ৬ জনকে গবেষণা ফাণ্ড দেওয়া হবে।

আমরা চাই তরুণ গবেষকরা অর্থনীতির সঙ্গে পরিবেশের যোগসূত্র তৈরি করবেন। কারণ, পরিবেশ বিষয়টি ক্রমশই উন্নয়শীল দেশের জন্য চ্যালেঞ্জিং হয়ে ওঠছে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। খবর :বাংলা নিউজ ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ও বর্তমানে ইস্ট ওয়েস্টের ফ্যাকাল্টি প্রফেসর এনাম বাংলানিউজকে বলেন, বাংলাদেশ থেকে গবেষণা প্রস্তাব কম আসছে। তরুণ গবেষকদের এ ব্যাপারে আরো মনোযোগী হওয়ার অবকাশ রয়েছে। পরিবেশ ও প্রাণবৈচিত্র্য নিয়ে বাংলাদেশের বাস্তবতায়  আরও কাজ করার প্রয়েজন আছে।



Comments

Place for Advertizement
Add