Contact For add

Wed, Dec 13 2017 - 11:52:31 AM +06 প্রচ্ছদ >> অর্থ ও বাণিজ্য

The harsh warning against the product is fakeপণ্য নকলকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি

পণ্য নকলকারীদের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি

হলি টাইমস রিপোর্ট :

পন্য নকলকারীদের বিরুদ্ধে  কঠোর হুশিয়ারী দিয়েছেন ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, যারা পণ্য নকল করে বাজারজাত করবে তাদের শাস্তির আওতায় আনা হবে। প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

লালবাগ সাগুণ কমিউনিটি সেন্টারে  বিপিজিএমইএর ক্রোকারিজ ও টয়েজ স্ট্যান্ডিং কমিটি এর এক যৌথ উদ্যোগে ‘নকল প্রতিরোধ ও প্লাস্টিক সেক্টরের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ হুশিয়ারী দেওয়া হয়।

সভায় বিপিজিএমইএ’র সভাপতি জসিম উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের এডিসি কামাল হোসেন,  লালবাগ এসি সালাহউদ্দিন, চকবাজার এসি  সিরাজুল ইসলাম। এছাড়া ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বিপিজিএমইএ সাবেক সভাপতি এএসএম কামাল উদ্দিন, ইউসুফ আশরাফ, উপদেষ্ঠা সিরাজউদ্দিন মালিক, ব্যবসায়ী নেতা আব্দুস সালাম, শফি মাহমুদ, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন, ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক, দেলোয়ার হোসেন।



Comments

Place for Advertizement
Add