Contact For add

Tue, Dec 26 2017 - 2:57:55 PM UTC প্রচ্ছদ >> প্রবাস

Malaysian police detained 57 people for interrogation৫৭ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মালয়েশিয়ান পুলিশ

৫৭ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মালয়েশিয়ান পুলিশ

হলি টাইমস রিপোর্ট :

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান 'বাংলাদেশী নাইট' এ অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও তার সহকারী।

ঐ দুইজনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কোন মামলা দায়ের হয়নি।

রোববার রাতে পুলিশ ঐ দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ।

 এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম।

হাই কমিশনার মিঃ ইসলাম বলেছেন, "পুলিশ সুনির্দিষ্ট অভিযোগে অনন্য মামুন নামে ঐ চলচ্চিত্র পরিচালককে গ্রেপ্তার করেছে।"

তারা শুনেছেন, ঐ অনুষ্ঠানের জন্য যাওয়া ৫৭ জন মানুষকে অবৈধভাবে মালয়েশিয়াতে নিয়ে গেছেন এমন সন্দেহে ঐ পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।

সেই ৫৭ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মিঃ ইসলাম বলেছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। খবর :বিবিসি

তবে, গত তিনদিন সেখানে সরকারি ছুটির পর আজ থেকে কাজকর্ম শুরু হয়েছে।

সে কারণে আজ পরের দিকে এ বিষয়ে আরো জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

মিঃ ইসলাম জানিয়েছেন, মালয়েশিয়াতে বাংলাদেশ নাইটের মত সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কমই অনুষ্ঠিত হয়ে থাকে।

ফলে এ ধরণের অনুষ্ঠানে গিয়ে কেউ হুট করে গ্রেপ্তার হলে সেটা অস্বস্তির কারণ হয়।



Comments

Place for Advertizement
Add