Contact For add

Tue, Jan 9 2018 - 3:06:26 PM BDT প্রচ্ছদ >> অপরাধ

Two AK-gun guns and two bullets were recovered in the Sundarbansসুন্দরবনে শ্যালা নদীর বন্দুকযুদ্ধে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার

সুন্দরবনে শ্যালা নদীর  বন্দুকযুদ্ধে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার

হলি টাইমস রিপোর্ট :

 

সকালে সুন্দরবনে শ্যালা নদীতে মাছ ধরতে আসা জেলেরা  নৌপুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে নিহত ফরিদ (৩৮) নামের এক যুবকে শনাক্ত করে।

জেলেরা জানায়, নিহত ফরিদ বনদস্যু ছোট বাহিনীর সক্রিয় সদস্য।

মঙ্গলবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীতে এই বন্দুকযুদ্ধ ঘটে ।

নৌপুলিশেরা তার কাছ থেকে দুটি দেশে তৈরি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করে ।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম  বলেন, ‘সুন্দরবনের নদী-খালে মাছ শিকারে যাওয়া জেলেনৌকায় বনদস্যুরা ডাকাতি করছে, এমন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের একটি দল শ্যালা নদীতে অভিযানে যায়। এ সময় বনদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে। নৌপুলিশও পাল্টা গুলি চালায়।বেশ কয়েক মিনিট গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটলে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

 

 

 Comments