Contact For add

Thu, Jan 11 2018 - 5:36:32 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

Kare karite old kayadaya this day!পুরোনো ঢাকার এই দিনেই চলে ঘুড়ি উরানো !

পুরোনো ঢাকার এই দিনেই চলে ঘুড়ি উরানো !

হলি টাইমস রিপোর্ট :

বাংলার সনাতন ধর্মাবলম্বীদের একটি উৎসবের দিন আজ ।

পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। মূলত পৌষ মাসের শেষ দিনে আয়োজন করা হয় এই উৎসবের।

রাজধানীর পুরান ঢাকায় চলছে পৌষ সংক্রান্তির নানা আযোজন । পরিচিত- অপরিচিত যেই হন না কেনও, আপ্যায়নের ত্রুটি নেই এই উৎসবে।  এদিনে চলে আতশবাজি ও ফানুসের ওড়াউড়ি ।

গ্রাম বাংলায় এই উৎসবে বাড়িতে বাড়িতে পিঠার আয়োজন করা হয়। ধর্মীয় গুরুত্বের জন্য বিভিন্ন স্থানে দিবসটিতে কীর্তন, পালা গানের আয়োজন করা হয়ে থাকে। নতুন ধান, খেজুরের গুড় এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়া, নারিকেল, দুধ আর খেজুরের গুড়। আয়োজন করা হয় ঘুড়ি উৎসবের।

 

 

পাতলা কাগজের সাথে চিকন কঞ্চি লাগিয়ে বানানো হয় ঘুড়ি। এইদিন ঘুড়ি উড়ানোর জন্য তারা আগে থেকে ঘুড়ি বানিয়ে ও সুতোয় মাঞ্জা দিয়ে প্রস্তুতি নেয়।

মাঞ্জা হলো ঘুড়ি সূতা প্রস্তুত প্রণালী যা ঘুড়ি উড়াতে এবং কাটাকাটি খেলতে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ভারতবর্ষের আশেপাশের দেশে ব্যবহৃত হয়। সুতায় আঠা, রঙ এবং কাচের গুড়ার (চূর) প্রলেপ দিয়ে আকাশে ঘুড়ি কাটাকাটির জন্য তৈরি করা হয়। কোথাও কোথায় এই সংক্রান্তিতে মেলাও হয়।

মহাভারতেও এই দিনের তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে।



Comments