Contact For add

Sun, Jan 14 2018 - 12:26:23 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

Prepare at home for any pain, bay leaf oilযে কোনও ব্যথার উপশমে বাড়িতেই বানিয়ে রাখুন তেজপাতা তেল

যে কোনও ব্যথার উপশমে বাড়িতেই বানিয়ে রাখুন তেজপাতা তেল

হলি টাইমস ডেস্কঃ ভারতীয় রান্নায় বিপুল ভাবে ব্যবহৃত হওয়া ছাড়াও তেজপাতার রয়েছে অনেক স্বাস্থ্যগুণও। মাথা ও গাঁটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা। সেই সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।

আগেকার দিনে বাড়িতে অপরিহার্য ছিল তেজপাতা তেল। নানা রকম অসুস্থতা ছাড়াও বাড়ির পরিবেশ দূষণমুক্ত ও শান্ত রাখতেও ব্যবহার করা হতো তেজপাতা। সনাতন সেই তেজপাতা তেল বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও।

কী ভাবে বানাবেন তেজপাতার ২৫০ মিলি অলিভ অয়েল ও ৩০ গ্রাম তেজপাতা নিন। তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণ কাচেপ জারে ঢেলে কোনও অন্ধকার জায়গায় ২ সপ্তাহ রেখে দিন।

এই ২ সপ্তাহ জার বেশি নাড়াচাড়া করবেন না। শুধু মাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন। ২ সপ্তাহ পর পাতলা কাপড়ে এই তেল ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা কোনও জায়গায় রেখে দিন। যখনই প্রয়োজন হবে ব্যথার জায়গায় এই তেল লাগিয়ে নিন।

তেজপাতার আরও কিছু গুণ

অ্যাসপিরিনের বদলে ব্যবহার করতে পারেন তেজপাতা।

পেট ব্যথা কমিয়ে খিদে বাড়াতেও সাহায্য করে তেজপাতা।

ত্বকের যে কোনও সমস্যাতেও উপকারী তেজপাতা তেল।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তেও সাহায্য করে তেজপাতা।



Comments