Contact For add

Thu, Feb 22 2018 - 2:01:51 PM UTC প্রচ্ছদ >> অন্যান্য

84 stalls I have seen: book fair Khulnaআমার দেখা ৮৪টি স্টল : বইমেলা খুলনা

আমার দেখা ৮৪টি স্টল  : বইমেলা খুলনা

হলি টাইমস ডেস্ক :

 

খুলনা জেলা প্রশাসন আয়োজিত বইমেলা । ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলছে বইমেলা । সরজমিনে নে দেখা যায়, খুলনা জেলা প্রশাসন আয়োজিত বইমেলা । ছুটির দিনে ও  ছিল বেশ জমজমাট।

আগে কখনো যাওয়া হয়নি সেখানে । শক্রবার  বিকেল শুরু হবার আগেই ছোট বোনদের ঘ্যানঘ্যানানির কারনে অসুস্থতার মধ্যদিয়েও যাওয়া খুলনার বইমেলায় । বিভাগীয় সরকারি গণ গন্থাগার বয়রায় চলছে বইমেলা ।

 

 

 

আমি বই পোকা নই তবুও নানা বই দেখে  মন ভালো হয়ে গেল ।

ক্রেতা-পাঠকের আগমনে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠেছিল ।

 

 

কেউ বা কিনছেন বই, কেউ বা দেখছেন ঘুরে ঘুরে। নতুন বইয়ের সমারহে মেলার প্রায় সব স্টল ছিল ভরপুর।

বইয়ের দোকান ছাড়াও এ মেলায় রয়েছে জাহাঙ্গীরের ভি আই পি চটপটি , খিলকি পানের দোকান, নাগর দোলা, বাচ্চাদের ঘোড়ায় চড়কী, আলমগীরের চটপটি, আর্ট গ্যালারী ও বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্য সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও লাইব্রেরিসহ ৮৪টি স্টল ।

 

 

সব বয়সের মানুষ স্টলের সামনে দাঁড়িয়েই হাতে বই তুলে নিচ্ছেন।বই কিনতে কিনতে ক্লান্ত হয়ে কোয়ান্টাম মেথড মেডিটেশন থেকে বের হওয়া , কিছু সুন্দরীদের সেলফি তুলতে ব্যস্ত দেখা ! সব মিলিয়ে ভালোই লাগলো  খুলনার বইমেলা ! মেলা চলবে এ মাস ব্যাপী ।



Comments