Contact For add

Thu, Feb 27 2014 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> জাতীয়

২য় দফা উপজেলা নির্বাচন, ভোট গণনা চলছে

২য় দফা উপজেলা নির্বাচন, ভোট গণনা চলছে
হলি টাইম্‌স রিপোর্টস ঢাকা, : চতুর্থ উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা ১১৫ উপজেলা নির্বাচন বিভিন্ন কেন্দ্র থেকে বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেয়ার হিড়িক ও কেন্দ্র দখল,ভোট ছিনতাইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এদিকে কেন্দ্রে ভোট ডাকাতির প্রতিবাদে বিভিন্ন জেলায় ভোট বর্জন করে পূনরায় নির্বাচনের দাবি জানিয়ে শনিবার হরতাল ডেকেছে বিএনপি। নির্বাচন শুরুর পর পরই প্রতিমুহূর্তে খবর আসছে কোন না কোন কেন্দ্র থেকে ক্ষমতাসীন দলের প্রার্থীর সমর্থকরা জোর করে বিরোধী পক্ষের প্রার্থীদের এজেন্ট বের করে দিচ্ছে। একই সঙ্গে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়ার অভিযোগও করেছে বিএনপি-জামায়াত এমনকি জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থীরাও। ১১৫টি উপজেলায় মোট ১ হাজার ৩৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫০৫ জন। ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৫১১ জন। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৩৩৬ জন। নির্বাচন কমিশন (ইসি) দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলার তফসিল ঘোষণা করলেও ভোট হয়েছে ১১৫ উপজেলায়। সীমানা জটিলতায় কঙবাজারের মহেশখালী চাঁদপুরের হাইমচর উপজেলার নির্বাচন স্থাগিত করেছে হাইকোর্ট। যেসব উপজেলায় ভোট গ্রহণ হয়েছে: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া; ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রাণীশংকাইল; দিনাজপুরের চিরিররবন্দর, ঘোড়াঘাট, বিরামপুর ও বীরগঞ্জ; নীফামারীর কিশোরগঞ্জ; লালমনিরহাটের পাটগ্রাম, সদর ও হাতীবান্দা; রংপুরের বদরগঞ্জ; কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট ও রাজিবপুর। গাইবান্ধার পলাশবাড়ী; জয়পুরহাটের ক্ষেতলাল, কালাই ও সদর; বগুড়ার কাহালু, শিবগঞ্জ, আদমদিঘী ও শাজাহানপুর; চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর; নওগাঁর আত্রাই, নিয়ামতপুর, পত্মীতলা, বদলগাছি, সদর ও সাপাহার। রাজশাহীর বাঘা; নাটোর বাগাতিপাড়া, গুরুদাসপুর, লালপুর ও সদর; সিরাজগঞ্জের তাড়াশ; পাবনার চাটমোহর, ভাংগুড়া; মেহেরপুরের গাংনী ও মুজিবনগর; কুষ্টিয়ার কুমারখালী, খোকসা ও মিরপুর; ঝিনাইদহর মহেশপুর। যশোরের চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া ও শার্শা; মাগুড়ার মোহাম্মদপুর, শালিখা; বাগেরহাটের কচুয়া ও ফকিরহাট; খুলনার ডুমুরিয়া; সাতক্ষীরার শ্যামনগর; ভোলার চরফ্যাশন ও বোরহানউদ্দিন। বরিশাল সদর; পিরোজপুরের কাউখালী, নাজিরপুর; টাঙ্গাইলের সখিপুর; জামালপুরের ইসলামপুর, বকশিগঞ্জ ও মেলান্দহ; শেরপুরের ঝিনাইগাতি; ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, ভালুকা ও সদর; নেত্রকোনার কলমাকান্দা, খালিয়াজুরী, পূর্বধলা ও বারহাট্টা; মানিকগঞ্জের সদর, হরিরামপুর; মুন্সীগঞ্জের শ্রীনগর ও সদর। ঢাকার কেরানীগঞ্জ, সাভার; নরসিংদীর শিবপুর; ফরিদপুরের নগরকান্দা, বোয়ালমারী ও সালথা; গোপালগঞ্জের কোটালিপাড়া, সদর; মাদারীপুরের রাজৈর ও শিবচর; সুনামগঞ্জের দিরাই, সদর; সিলেটের বালাগঞ্জ; হবিগঞ্জের চুনারুঘাট; ব্রাহ্মণবাড়িয়ার সরাইল; কুমিল্লার দেবীদ্বার, মনোরগঞ্জ ও লাকসাম। চাঁদপুরের ফরিদগঞ্জ, মতলব (উ:), মতলব (দ:), সদর, ফেনীর পরশুরাম ও সদর; নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ, চাটখিল, সদর ও সোনাইমুড়ী। চট্টগ্রামের পটিয়া, লোহাগড়া; কঙবাজারের পেকুয়া, চকরিয়া; খাগড়াছড়ির লক্ষ্‌মীছড়ি; রাঙামাটির কাপ্তাই, ননিয়ারচর; বান্দরবান জেলার থানছি, রুমা উপজেলা, রোয়াংছড়ি ও লামা। উল্লেখ্য, ১১৫ উপজেলার মোট ১ কোটি ৯৫ লাখ ৯২ হাজার ৮৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯৮ লাখ ৫ হাজার ১৫০ জন। মহিলা ভোটারের সংখ্যা ৯৭ লাখ ৮৭ হাজার ৭১৮ জন। নির্বাচনের নিরাপত্তার জন্য দুদিন আগ থেকেই স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া র‌্যাব, পুলিশ বিজিবি, আনসার, কোষ্টগার্ড ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। হলি টাইম্‌স ডটকম/ ২৭ ফেব্রুয়ারি

Comments

Place for Advertizement
Add