Contact For add

Thu, Mar 13 2014 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> আন্তর্জাতিক

নিখোঁজ বিমানের ‘ধ্বংসাবশেষ’ খুঁজে পেয়েছে চীন!

নিখোঁজ বিমানের ‘ধ্বংসাবশেষ’ খুঁজে পেয়েছে চীন!
বেইজিং : মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষের নতুন তথ্য পেয়েছে চীনা স্যাটেলাইট! বিমানটির সম্ভাব্য ধ্বংসাবশেষের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে চীন। দেশটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত ছবিতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে বড় আকারের জিনিস ভাসছে। এগুলোকেই বিমানটির অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গত শুক্রবার কুয়ালালামপুর থেকে বেইজিংগামী ২৩৯ যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়ে যায়। বিমানটি আকাশে ওড়ার এক ঘণ্টা পর ভিয়েতনামের দক্ষিণে কা মাউ উপত্যকার আকাশে থাকা অবস্থায় এটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু বিমানটির পাইলট নিখোঁজ হয়ে যাওয়ার আগে কোনো সতর্কবার্তা পাঠাননি। চীনের ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সাইন্স’-এর ওয়েবসাইটে বুধবার শেষ বেলায় স্যাটেলাইট থেকে নেয়া ছবিগুলো প্রকাশ করা হয়। কিন্তু এতে দাবি করা হয়, বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার পরদিন অর্থাৎ রোববার এগুলো তোলা হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান লি জিয়াঙিয়াং বলেছেন, চীনের স্যাটেলাইট ধোঁয়া এবং ভাসমান বস্তুর সন্ধান পেয়েছে, তবে এই মুহূর্তে আমরা এ কথা নিশ্চিত করে বলতে পারছি না যে, ওটি নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ। ভিয়েতনামের উপ-যোগাযোগমন্ত্রী বলেছেন, ভিয়েতনামের একাধিক বিমান ওই এলাকায় তল্লাশির কাজ শেষ করেছে। কিন্তু নতুন ছবি প্রকাশের পর আবার একই কাজ করবেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা উপগ্রহের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটির নিখোঁজ হয়ে যাওয়ার সময়টিতে নির্দিষ্ট এলাকার আকাশে কোনো বিস্ফোরণের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। এসব উপগ্রহ অতীতে এ ধরনের বিস্ফোরণের ছবি তুলতে পারলেও এবার সে ধরনের কিছু ধরা পড়েনি। এর আগে মালয়েশিয়া কর্তৃপক্ষ বুধবার জানায়, বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারকে জানায় ‘সবকিছু ঠিকঠাক’ আছে। কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই কোনো ধরনের সতর্ক সংকেত না পাঠিয়েই এটি উধাও হয়ে যায়। হলি টাইম্‌স ডটকম/ ১৩মার্চ ২০১৪)

Comments