Contact For add

Tue, Mar 5 2013 - 12:00:00 AM UTC প্রচ্ছদ >> প্রবাস

The top rich slim for the fourth consecutive yearটানা চতুর্থবারের মতো শীর্ষ ধনী স্লিম

টানা চতুর্থবারের মতো শীর্ষ ধনী স্লিম

হলিটাইম্‌স ডটকম

টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হলেন মেক্সিকোরে টেলিকম টাইকুন কার্লস স্লিম। যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিল ফোর্বস এর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছেন তিনি। ফোর্বস এর হিসেব অনুযায়ী স্লিমের সম্পদের পরিমাণ ৭ হাজার ৩শ’ কোটি ডলার। প্রতিবছর বিশ্বের শীর্ষ শতধনীর তালিকা প্রকাশ করে ফোর্বস । এ বছরের তালিকায় স্লিমের পরেই রয়েছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। ম্যাগাজিনটির হিসেব অনুযায়ী গেটসের সম্পদের পরিমাণ ৬ হাজার ৭শ’ কোটি ডলার। বার্কশায়ার হ্যাথাওয়ের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তৃতীয়স্থান থেকে সরে চতুর্থ স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমান ৫ হাজার ৩শ' ৫ কোটি ডলার। আর তৃতীয় স্থানটি দলখ করেছেন জারা ফ্যাশন চেইনের আমানিকো ওর্তগার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭শ’ কোটি ডলার। ওরাকলের ল্যারি এলিসন পঞ্চমস্থানটি দখল করেছেন। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৩শ’ কোটি ডলার। গুগলের ল্যারি পেজ ও সার্গই ব্রেইন যথাক্রমে ২০ ও ২১ তম স্থানে রয়েছেন। তাদের সম্পদের পরিমাণ ২হাজার ৩শ’ কোটি ও ২ হাজার ২শ’ ৮ কোটি ডলার। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ২২তম স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ২ হাজার ১শ’ ৫ কোটি ডলার। আম্বানি একইসাথে ভারতেরও শীর্ষ ধনী। ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৬৬ তম স্থানে। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩শ’ ৩ কোটি ডলার।



Comments

Place for Advertizement
Add