Contact For add

Tue, Jul 1 2014 - 12:00:00 AM +06 প্রচ্ছদ >> মিডিয়া

ক্ষমা চাইলেন তাপস পালের স্ত্রী

ক্ষমা চাইলেন তাপস পালের স্ত্রী

কলকাতা : পশ্চিমবঙ্গের তৃণমূলদলীয় সংসদ সদস্য তাপস পাল বিরোধী দলের উদ্দেশে যে অশালীন মন্তব্য করেছেন তা নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। বিরোধী দলের নারীদের ধর্ষণের হুমকি সংবলিত ভিডিও ফুটেজ একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশ হওয়ার একদিন পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন তাপসের স্ত্রী নন্দিনী পাল।

মঙ্গলবার সকালে নন্দিনী পাল বলেন, বিরোধী দলের মহিলাদের ‘রেপ করিয়ে’ দেয়ার যে হুমকি দিয়েছেন তাপস, তা তার উচিত হয়নি। এর আগে সোমবার নন্দিনী পাল তার ফেসবুকে লিখেন, আমি নীরবে কেঁদেছি। নিজের মধ্যে কেঁদেছি। কোনো আশা নেই জেনেই কেঁদেছি।

গত ১৫ জুন নিজের নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগরের নাকাশিপাড়ার হরনগর গ্রামে নিহত তৃণমূল কর্মী আসাদুল মণ্ডলের স্মরণসভায় যোগ দিতে যান অভিনেতা তাপস পাল। ওই সভায় আসার পথে দুর্ঘটনায় আহত হন নাকাশিপাড়ার শেষ সীমানা চৌমাহা গ্রামের কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক।

এ খবর শুনে স্মরণসভা থেকে সোজা চৌমাহা গ্রামে চলে যান তাপস। সেখানে উত্তেজিতভাবে তিনি বলেন, আমি প্রচুর মস্তানি করেছি। একটা কেউ বিরোধী যদি মস্তানি করতে আসে, আমাদের ছেলেদের ঢুকিয়ে রেপ করে দেবো! এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস পাল নিজের রিভলভার বের করে গুলি করে মারবে! মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা তাপস পালের ওই বক্তব্য সোমবার একটি বেসরকারি টেলিভিশনসহ সংবাদ মাধ্যমে প্রকাশ হলে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয়।

এদিকে বিরোধীদের খুন, ধর্ষণ করানোর হুমকির মতো গুরুতর অভিযোগ উঠায় তাপস পালকে সভা-সমাবেশে এ ধরনের ভাষা প্রয়োগে বিরত থাকার পরামর্শ দিয়েছেন দলের শীর্ষ নেতা পার্থ চ্যাটার্জি। রাজ্যের শিক্ষামন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেছেন, উত্তেজনার বশে তিনি যে ভাষা ব্যবহার করেছেন তাতে সংযত হওয়া উচিত ছিল। এই বক্তব্য কখনোই অনুমোদন করতে পারি না। এটা ঠিক হয়নি, অন্যায় হয়েছে। তাপস পালের সঙ্গে দেখা হলে কথা বলবো।

তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যদের কাছে মানুষ অনেক সহনশীলতা আশা করেন। দলীয় নেতার এমন ভাষা হতে পারে বলে মনে হয় না। তবে বিরোধীরা এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যার বহিঃপ্রকাশ হিসেবে এই মন্তব্য করেছেন তিনি। কোন পরিস্থিতিতে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন সেটাও দেখা দরকার।

তাপস পালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কাছে ৪৮ ঘণ্টার মধ্যে কৈফিয়ত তলব করেছে তৃণমূল। তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েনও বলেছেন, এ ধরনের অসংবেদনশীল মন্তব্য আমাদের দল কখনোই অনুমোদন করে না। স্বাভাবিক ন্যায়বিচারের নীতি অনুযায়ী যেকোনো ব্যক্তিকেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

৪৮ ঘণ্টার মধ্যে তাপসকেও লিখিতভাবে জবাবদিহি করতে হবে। এর বেশি কিছু বলতে পারবো না। তৃণমূল সূত্রে বলা হয়েছে, আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার দলের সংসদীয় কমিটির পূর্বনির্ধারিত বৈঠকেই তাপসের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

 

 

 

 

(হলি টাইম্‌স ডটকম/ ১/জুলাই/২০১৪)



Comments

Place for Advertizement
Add