Contact For add

Tue, Jul 8 2014 - 12:00:00 AM UTC প্রচ্ছদ >> প্রবাস

ইরাক থেকে ফিরেছেন ৪১ বাংলাদেশি

ইরাক থেকে ফিরেছেন ৪১ বাংলাদেশি

ঢাকা : ইরাকের বাগদাদে জিম্মি দশা থেকে পালিয়ে দেশে ফিরেছেন ৪১ বাংলাদেশি। মঙ্গলবার সকালে তারা কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। তারা ইরাকের বিভিন্ন্‌ স্থানে কর্মরত ছিলেন। অর্থকড়ি হারিয়ে খালি হাতে ফিরলেও তাদের সঙ্গী হয়েছে গা শিউরে উঠার মতো নির্যাতনের কিছু স্মৃতি।

সেখানকার বাংলাদেশি দূতাবাস তাদের দুঃসময়ে পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তারা। শ্রমিকরা জানিয়েছেন, জিম্মি দশা থেকে ফিরিয়ে আনার জন্য প্রত্যেক পরিবারকে বিমানের টিকেট বাবদ খরচ করতে হয়েছে ৫৫ হাজার টাকা। টাকার অভাবে আরো প্রায় ৬ হাজার শ্রমিক দেশে ফিরতে পারছে না বলেও জানান তারা।

উল্লেখ্য, ইরাকে নতুন করে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সেখানে বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশিসহ বহু বিদেশি শ্রমিক আটকা পড়ে। ইরাকে এখনো অনেক বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

 

 

 

 

(হলি টাইম্‌স ডটকম/ ৮/জুলাই/২০১৪)



Comments