Sat, Feb 11 2017 - 12:00:00 AM +06

ইউটিউব লাইভ স্ট্রিমিং করা যাবে মোবাইলেও


News Image

হলি টাইমস রিপোর্ট :

ইউটিউব ব্যবহারকারীরা এখন থেকে মোবাইলের মাধ্যমেও লাইভ স্ট্রিমিং করতে পারবেন। ইউটিউবের মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যেই এই লাইভ স্ট্রিমিং করা যাবে। তবে মোবাইলে ইউটিউব লাইভ স্ট্রিমিং করতে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বর্তমানে লাইভ স্ট্রিমিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এবার মোবাইল থেকে স্ট্রিমিং ফিচার চালু করলো ইউটিউব।

মোবাইল অ্যাপের সঙ্গে সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে। শুধু অ্যাপ খুলে ক্যাপচার বাটনে ক্লিক করলেই স্ট্রিমিং শুরু হয়ে যাবে। এর আগে ২০১৫ সালে ফেসবুকে রিয়েল টাইম লাইভ স্ট্রিমিং ফিচার চালু করা হয়।

লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি ‘সুপার চ্যাট’ নামে আরেকটি ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ম্যাসেজ চ্যাট বাক্সে ওপরের দিকে দেখতে পারবেন। আর এই মেসেজ পাঁচ ঘণ্টা পর্যন্ত ওপরে পিন করে রাখা যাবে।