Sun, Feb 12 2017 - 12:00:00 AM +06

যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধা চায় বাংলাদেশ


News Image

হলি টাইমস রিপোর্ট :

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন রিপাবলিকান সিনেটর কোরি গার্ডনারের সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা চেয়েছেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) পক্ষ থেকে সিনেটরের কাছে তিনি এই দাবি তুলে ধরেন বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে সিনেটর গার্ডনার বলেন, শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধার বিষয়টি নিয়ে খোঁজখবর করবেন।এলডিসি দেশগুলোর মধ্যে আফ্রিকার ৩৪টি দেশ ২০০০ সাল থেকে এই সুবিধা ভোগ করে আসছে, যা ২০২৫ সাল পর্যন্ত থাকবে। কিন্তু বাংলাদেশসহ ১৪টি দেশ স্বল্পোন্নত হলেও তারা এই সুবিধার বাইরে রয়েছে বলে সিনেটরকে জানান জিয়াউদ্দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব দেশ নিজেদের বৈষম্যের স্বীকার বলে মনে করছে। ন্যায়বিচার ও ন্যায্য প্রতিযোগিতা বিবেচনায় তারা যুক্তরাষ্ট্রের বাজারে সমান সুযোগ চায়।