Tue, Aug 8 2017 - 9:17:04 PM +06

ভোট যুদ্ধের প্রস্তুতি চলছে...


News Image

মিজান চৌধুরী :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আওয়ামী লীগে কে হচ্ছেন নৌকার কা-ারি এ নিয়ে তৃণমূলে চলছে জল্পনা-কল্পনা। দলীয় মনোয়ন পেতে সাবেক ও বর্তমান সংসদ সদস্য ছাড়াও অনেকেই আলাদা আলাদাভাবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, দান-অনুদান, মত বিনিময় সভা, দোয়া মাহফিল ও প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। জনগনের সামনে তুলে ধরছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র।
দশম সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে প্রায় ৪০ হাজার ভোট ব্যবধানে জয়ী হয়েছেন বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এবারের নির্বাচনে এ দু’জনই মনোনয়ন প্রত্যাশী। তবে সাবেক, বর্তমান না অন্য কোন নতুন মুখ আসবে এ আসনে তা নিয়ে আলোচনা চলছে সবখানেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে শতভাগ আশাবাদী এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। তিনি বাংলাদেশ কেমিক্যাল করপোরেশনের চেয়ারম্যান ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ছিলেন। তিনি বলেন, ‘নবম সংসদ নির্বাচনে অংশ নিয়ে আমি বিএনপি-জামাত চার দলীও জোটের চেয়ে দিগুন ও জাতীয় পার্টির চেয়ে তিন গুনেরও বেশি ভোট ব্যবধানে জয়ী হয়েছি। তাই আমার বিশ্বাস; নেত্রী আমার ক্লিন ইমেজ ও সততার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকেই মনোনয়ন দিবেন।’

বর্তমান সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদের দাবি, ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে পর্যায়ক্রমে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে গোবিন্দগঞ্জের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এছাড়া ২০১৩ ও ২০১৪ সালে বিএনপি-জামাত জোটের জ¦ালাও পোড়াও এবং ধংসাত্মক কর্মকা- থেকে উত্তরবঙ্গের প্রবেশেদ্বারকে রক্ষা করেছি। সে সময় থেকে এ জনপদে বিএনপি-জামাত জোট কোন কর্মকা-ে সফল হতে পারেনি।’ তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে বিজয়ী হয়ে আমি জনগণের কল্যাণে এবং তৃণমূলে দলকে শক্তিশালী করতে কাজ করে যাবো।’

অন্যদিকে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার দলীয় মনোনয়ন চাইবেন। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার তিন তিন বার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইবো। জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে গোবিন্দগঞ্জ আসনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।’ এছাড়াও তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন না দেন, তবু আমি অতীত ও বর্তমানের ন্যায় নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আগামীতেও কাজ করবো।’

এ ছাড়া মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় কাজ করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আব্দুল লতিফ প্রধান মনোয়ন প্রত্যাশী। একাধারে তিন তিন বার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া গত উপজেলা নির্বাচনে অংশ নিয়ে প্রথম ধাপে এক লাখ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছেন। তিনি জানান, ‘আমি গোবিন্দগঞ্জ আসনে দলীয় প্রতীক নৌকার জন্য কাজ করে যাচ্ছি, কাজ করছি জননেত্রী শেখ হাসিনার হাতকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য।’ মনোনয়ন পেলে বিজয়ের আশাবাদী তিনি।

তবে কেন্দ্রীয় সূত্রে জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশায় যারাই আসুক না কেন। বর্তমান সরকার দলীয় আসন হতে নির্বাচনে যাতে ভরাডুবি না হয়, সেভাবে বিতর্কহীন মাঠে জনপ্রিয় ও ক্লিন ইমেজের সক্রিয় কোন নেতাকে মনোনয়ন দেবেন।