Sat, Aug 19 2017 - 11:00:27 AM +06

চিতলমারীতে দুদকের সততা স্টোর উদ্বোধন


News Image


কপিল ঘোষ, বাগেরহাট প্রতিনিধি :


‘যে জিনিসে আমার অধিকার নেই, তার প্রতি যেন আমি লোভ না করি’ দুদকের উদ্যোগে ব্যতিক্রমী সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এ কথা বলেন। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে দুদকের উদ্যোগে বৃহস্পতিবার চিতলমারীতে আনুষ্ঠানিকভাবে ‘সততা স্টোর’ স্থাপিত হয়েছে।
সততা স্টোরের ক্রেতা বিক্রেতা শিক্ষার্থী নিজেই। পৃথক কোন বিক্রেতা থাকবে না। অর্থাৎ নির্দিষ্ট স্থানে শিক্ষা উপকরণ, একটি রেজিস্টার ও একটি টাকার বাক্স থাকবে। শিক্ষার্থীরা যে পণ্য কিনবে- রেজিস্টারে পণ্য ও নিজের নাম লিখবে এবং বাক্সে নির্দিষ্ট দাম রাখবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশুদের মধ্যে সততা ও নৈতিকতার শিক্ষা হবে।


চিতলমারী দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাঁন একরাম আলী। মোঃ কামরুজ্জামান খাঁন পিকলুর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন খুলনা দুদকের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, চিতলমারী দাখিল মাদ্রাসার সুপার এস এম ইদ্রিসুর রহমান প্রমূখ।