Sat, Aug 19 2017 - 11:31:27 AM +06

প্রধান সড়ক চলাচলে অনুপযোগী চিতলমারী!


News Image


বিভাষ দাস, চিতলমারী, বাগেরহাট (দক্ষিণ) প্রতিনিধিঃ


বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর বাজারের প্রধান সড়কটি এখন মৃত্য ফাঁদে পরিণত হয়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতি নিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে যানবাহন ও লোকচলাচল বন্ধ হবার উপক্রম। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যাত্রী সাধরণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদে ঘরে ফেরা মানুষের নির্বিঘ্নে যাতায়েতের জন্য সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাট জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাতায়েতের সড়কটি প্রায় অধিকাংশ স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চিতলমারী সদর বাজার সংলগ্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজেহাল।

এখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে যাচ্ছে। ফলে দুর্ভোগের যেন অন্ত নেই। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত সবজি  ও মাছ বোঝাই ট্রাক রাজধানীতে যাতায়াত করে। এছাড়া বাস ও অন্যান্য যানবাহনসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হাজার হাজার লোক যাতায়াত করে এখান থেকে। এ অবস্থায় সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়েতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।


চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন শেখ, রাজু আহম্মেদ মুন্সি, সুজন শেখসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের যে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে তাতে করে কেউ এখন এখান থেকে যাতায়াত করতে চান না। পাশের বাইপাশ সড়ক ব্যবহার করে অনেকে। এতে করে সড়কের আশপাশের ব্যবসায়ীদের বেচা-কেনা কমে গেছে। ঈদে লোকজন ঘরে ফিরতে দারুণ সমস্যার সৃষ্টি হবে বলেও জানান তারা। এ অবস্থায় দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।


এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন, জেলা সড়ক বিভাগের কর্মকর্তাদের সংগে কথা হয়েছে। দ্রুত এর উন্নয়নের কাজ করা হবে। ইতিমধ্যে তিনি বড় খানাখন্দরে কিছু ইট ফেলে যান চলাচলের সুবধা করে দিয়েছেন। যদিও সেগুলিও এখন প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে।
এ ব্যাপারে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর জামান মাসুদ জানান, সড়কটির জন্য বরাদ্দ হয়েছে। আগামিতে এর কাজ শুরু করা হবে।